Car Dorkar

ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভ্রমনের সকল তথ্য ভাড়া সহ সময়সূচি

চাঁদপুর ইলিশের বাড়ি, পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থানে অবস্থিত চাঁদপুর। বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা বলাহয় চাঁদপুরকে পদ্মার ইলিশ মাছের বিপুসংখ্যক খাতির জন্যে চাঁদপুর কে বলা হয় ইলিশের বাড়ি। বাস, ট্রেন ব্যাক্তিগত গাড়ী কিংবা রেন্ট এ কার নানা মাধ্যমে চাঁদপুর জেলায় পৌঁছানো গেলেও চাঁদপুর লঞ্চ ভ্রমণ দিনে দিনে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে আর বেশকয়েকটি বিলাসবহুল লঞ্চ এইরুটি চলাচল করে।

ব্যবসা বাণিজ্য  ও ভ্রমণের জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে ঢাকা টু চাঁদপুর। নদীমাতৃক দেশে নিরাপদ ভ্রমণ ও সাশ্রয় ভাড়া হওয়ার কারণে ঢাকা টু চাঁদপুর ভ্রমণে নদীপথে ঝুঁকছেন যাত্রীরা। পণ্য আনা নেয়ার ক্ষেত্রেও ব্যবসায়ীরা এখন লঞ্চ ব্যবহার করেন এবং অধিকাংশ সুযোগ সুবিধা থাকার কারণে জেলার বেশিরভাগ মানুষই লঞ্চ ভ্রমণ পছন্দ করেন এমনকি চিকিৎসার কারণে অনেকে লঞ্চে করে ঢাকায় আসেন। শুধু চাঁদপুরি নয় আশে পাশের অনেক জেলার মানুষই ঢাকা টু চাঁদপুর নদী পথ ব্যাবহার করেন।

ঢাকা টু চাঁদপুর লঞ্চ টার্মিনাল 

ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন কয়টা লঞ্চে যাতায়াত করে সেই সম্পর্কে কিছু তথ্য জানাব। বর্তমানে ঢাকা টু চাঁদপুর রুটে মোট ২৪ টি লঞ্চ চলাচল করে। নারায়ণগঞ্জ রুটে আরও ১৩ টি লঞ্চ চলাচল করে বিভিন্ন অঞ্চলের মোট ৮০ টি লঞ্চ চাঁদপুর ঘাটে আসা যাওয়া করে।

সময় 

ঢাকা টু চাঁদপুর রুটে প্রতিদিন ভোর ৬ থেকে রাত ১২ পর্যন্ত লঞ্চ যাতায়াতের সুবিধা আছে। তবে আবহাওয়া উপর নির্ভর করে এসব লঞ্চ তাদের টাইম পরিবর্তন এমন কি যাত্রা বাতিল করতে পারে। ঢাকা থেকে চাঁদপুর নদী ভ্রমনে আপনার সময়  লাগবে ৩ থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে। 

ঢাকা থেকে লঞ্চের ছাড়ার সময় সূচি

ঢাকা থেকে চাদপুর যাওয়ার জন্য খুব একটা দিনক্ষণ দেখে টাইম টেবিল মেলানোর কিছু নাই প্রায় প্তি ২০-৩০ মিনিট পর পর ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর এর উর্ধেশে লঞ্চ ছেড়ে যায়। 

নিচে কিছু জনপ্রিয় লঞ্চের সময়সূচি দেয়া হলো।

লঞ্চের নামছাড়ার সময় 
সোনার তরী বাগেরহাট৬.৪৫ সকাল
এম .ভি সোনার তরী৭.২০ সকল

২। ।            সময় সকাল মি 

৩।এ.ভি মেঘনারানী।ম          সময় সকাল  ৮ .০০ মি

৪। এম. ভি বোগদাদিয়া।   সময় সকাল ৮.৩০ মিনিট 

৫।এম.ভি মেঘনা রানী।  সময় সকাল ৮.০০ মি  

৬।এম.ভি অব এ জমজম ।.১  সময় সকাল ৯.১৫ মি 

৭।এমন .ভি তাওকয়া।       সময় সকাল  ৯.১৫ মি

৮।এম .ভি মিতালী।.২।    সময় সকাল। ৯.৫০ মি 

৯।এম.ভি স্বর্ণদ্বীপ .৮।  সময় সকাল ১০.১৫ মিনিট

১০।এমন.ভি ইমাম হাসান .৫। সময় সকাল ১১.৪৫ মি

১১।এম .ভি ময়ূর .২      সময় সকাল  ১২ ৩০ মি 

১২। এম. ভি ময়ূর.২।    সময় দুপুর ১.৩০ মিনিট

১৩ । এম . ভি ঈগল ২/৩। সময় দুপুর ২.৩০ মি  

১৪।এম .ভি রাফ রাফ     সময় দুপুর ৩.৩০ মিনিট

১৫।এম .ভি ঈগল/ ৭    সময় দুপুর ৪.৩০ মিনিট

১৬।এম.ভি সোনার তর।১  সময় বিকাল ৫.২০ মিনিট

১৭।এম .ভি নিউ আল বোরাক।      বিকাল ৬.৪৬ মি 

১৮।এম.ভি রিপল /সোনার তর।      সন্ধ্যা ৭.৪৬ মি 

১৯।এম ভি অব এ  জমজম।           রাত।  ১১.৩০ মি 

২০।এম.ভি রফ রফ।                     রাত ১২.০০ মি 

২১।এম.ভি শম্পা /এম ভি প্রিন্স অব  রাসেল ।   

রাত ১২:৩০ মি

চাঁদপুর থেকে লঞ্চ  ছাড়ার সময়সূচি

ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল লঞ্চ বিরতি দিয়ে আবার চাঁদপুর থেকে ঢাকা উর্ডার্ষে ছেড়ে আসে আপনারা যারা সকালে ঢাকা থেকে চাদপুরের গিয়ে রাতে ফেরত আস্তে চাঁদ তাদের জন্য চাঁদপুর টু ঢাকার লঞ্চের সময়সূচি নিচে দেয়া হলো

লঞ্চের নামছাড়ার সময় 
সোনার তরী বাগেরহাট৬.৪৫ সকাল
এম .ভি সোনার তরী৭.২০ সকল

এমডি নিউ আল-বারক সকাল ৬ ০০  ছাড়ে

এমভি দেশান্তর সকাল ৬:৩০ এ ছেড়ে যাই।

এমভি সোনার তরী 7:15 মিনিট ।

এমভি ঈগল/৭      সকাল ৮.০০ ছেড়ে যাই 

এম ভি রাফ রাফ সকাল ৯:৩০ এ ছেড়ে যায় ।

এমভি ঈগল/ ৩।      সকাল ৯ ছেড়ে যাই 

এমভি তুতুল ও তাকিয়া। ১০ .০০ ছেড়ে যাই 

এম ভি বাগদাদিয়া ৮/৯    ১০ .৪০ ছেড়ে যাই 

এমভি রাসেল ৩/     ১১ .০০  ছেড়ে যায়

এম ভি রফ রাফ ২   ১২.০০ ছেড়ে যাই

 অব এ জমজম       দুপুর একটাই ছেড়ে যাই

এমভি মেঘনা রানী।  দুপুর ২.০০ ছেড়ে যাই।

এমভি সোনার তরী ।২/ দুপুর ২ টা ৪০ মিনিট।

এমভি সোনার তরী ।১/বিকাল ৩ঃ৪০ মিনিটে ছেড়ে যাই।

বোগদাদিয়া ৭/    বিকাল ৫.০০ টাই  ছেড়ে যায।

ইমাম হাসান ৫/সন্ধ্যা৬.০০  ছেড়ে যায়

এম ভি ইমাম হাসান ৫/ ৭.০০ ছেড়ে যায়

এমভি মিতালী ৪/ ৯.০০ ছেড়ে যাই

এমভি ইমাম হাসান ২/ ১১:১০ মিনিটে।

এম ভি জমজম ১ ও তাকিয়া ১১.২০ মিনিট

এমভি ময়ূর ৭/        সময় ১২.১৫মিনিট

এমভি ময়ূর ২/।      সময় ১২:৪৫ মিনিট।

লঞ্চের টিকিটের ভাড়া সমূহ

আপনারা যারা লঞ্চে যেতে আগ্রহী বা ভ্রমণ করতে আগ্রহী তাদের জন্য বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে লঞ্চের ভাড়া জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হয় কি আগে থেকে ভাড়া জানা থাকলে সমস্যা হয় না। আপনাদের কে প্রত্যেকটি লঞ্চের ডিটেলস ভাড়া সম্পর্কে জানানো যাচ্ছে।

ভাড়ার তালিকাটাকা
সোনার তরী বাগেরহাট৬.৪৫ সকাল
এম .ভি সোনার তরী৭.২০ সকল

ডেকের ভাড়া 

সাধারণত লঞ্চের ডেকের ভাড়া ১৫৫ টাকা

চেয়ার এর ভাড়া 

নন এসি চেয়ার 

নন এসি চেয়ারের  ভাড়া ১৮০ টাকা

বিজনেস ক্লাস

বিজনেস ক্লাস এসি চেয়ারের ভাড়া ৩০০ টাকা

নন এসি সিঙ্গেল

কেবিন নন এসি

ননএসি সিঙ্গেল কেবিনের ভাড়া ৫০০ টাকা ।

এসি সিঙ্গেল

এসি সিঙ্গেল কেবিন ৬০০ টাকা ।

নন এসি ডবল কেবিন

নন এসি ডাবল কেবিনের ভাড়া 1000 টাকা।

এসি ডাবল কেবিন

এসি ডাবল কেবিনের ভাড়া 1200 শত টাকা

নন এসি ভি আই পি কেবিনের ভাড়া ১৮০০ টাকা।

ফ্যামিলি কেবিন ১৫০০ টাকা।

ভি আই পি কেবিন ২২০০ টাকা।

ভিআইপি কেবিন ২৫০০ টাকা।

ঢাকা টু চাঁদপুর লাঞ্চ ভাড়া বাড়ানোর হয়েছে 

ঢাকা থেকে নদীপথে চাঁদপুরের দূরত্ব ৬২ কিলোমিটার এবং প্রত্যেক কিলোমিটারের ভাড়া আগে থেকে বর্তমানে ৬০ পয়সা বাড়ানো হয়েছে । সাধারণত আগে ডেকের ভাড়া ছিল ১৬০ টাকা লঞ্চের ভাড়া ছিল ১০০ টাকা । আর ঈদের সময় ছিল ১২০ টাকা । তো বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না সব কিছুরই দাম উঠতি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া বৃদ্ধি হয়েছে । বর্তমানে লঞ্চের  ডেকের ভাড়া ১১৫  থেকে বাড়িয়ে  ১৫৫ টাকা করা হয়েছে।

নিজের চেয়ার 180 টাকা থেকে বাড়িয়ে ২২০ টাকা করা হয়েছে। নন এসি সিঙ্গেল কেবিন ৫০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে । ডাবল কেবিন এক হাজার টাকা থেকে ১২ শত টাকা করা হয়েছে। এসি সিঙ্গেল কেবিন ৭০০শত টাকা এবং ডাবল কেবিন ১৪০০ টাকা । এছাড়াও ভিআইপি কাস্টমারদের জন্য ভিআইপি কেবিনের ভাড়াকরা হয়েছে আড়াই হাজার টাকা।

পূর্বের ভাড়ার তালিকা টাকা 
সোনার তরী বাগেরহাট৬.৪৫ সকাল
এম .ভি সোনার তরী৭.২০ সকল

উক্ত ভাড়া গুলো হল ঢাকা টু চাঁদপুর রুটের লঞ্চের ভাড়া যদি কেউ জীবনে একবারও খাটি ইলিশ খেতে চান তাহলে চাঁদপুর একবার হলেও ঘুরে আসুন 

লঞ্চে বসে দুপাশের নদী দেখতে দেখতে ঘুরে আসুন চাঁদপুর থেকে  আরো অনেক কিছু দেখারই স্থান আছে আর তাই ঢাকার বন্ধী জীবন থেকে একদিনের ছুটি নিয়ে অনেকে চাঁদপুর ভ্রমন করতে ভালবাসে।

অনেকে আছেন যারা প্রথম লঞ্চে করে ঢাকা টু চাঁদপুর ভ্রমন করতে চান কিন্তু তারা অনেকেই লঞ্চের সিডিউল এবং ভাড়াটা জানেন না এ কারণে আপনাদের কে ঠকিয়ে  অনেক টাকা নেবে। আর আপনাদের সঠিকভাবে ভাড়াটা জানা থাকলে কেউ আপনাকে ঠকাতে পারবেনা এবং সময়টা জানা থাকলে আপনি ঠিক একুরেট সময়ে আসতে পারবেন তাতে আপনার অনেক মূল্যবান সময় বেঁচে যাবে আর সময়ের মূল্যটা আমাদের কাছে  অনেক দামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *