Car Dorkar

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হল চট্টগ্রাম ঢাকা থেকে দিনে অসংখ্য মানুষ চট্টগ্রামে ট্রেনে যাতায়াত করে। ব্যবসা শিক্ষা কিংবা ব্যাক্তিগত প্রয়োজনে কোন না কোন কারণেই মানুষ ট্রেনে ঢাকা টু চট্টগ্রাম  কিংবা চট্টগ্রাম টু ঢাকা যাতায়াত করে প্রতিনিয়ত। প্রয়োজনের বাহিরে অনেক মানুষ ভ্রমণের জন্য ট্রেনে করে চট্টগ্রাম যেয়ে থাকে। বাস বা প্লেনের  ভাড়ার চেয়ে ট্রেনের ভাড়া অনেক কম থাকে তাই সময় একটু বেশি লাগলেও মানুষের প্রথম পছন্দ ট্রেন।

ঢাকা কমলাপুর থেকে প্রত্যেকদিন বেশকয়েকটা ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দেয়।

অনেকে আছেন যারা ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে যান। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্বন্ধে অনলাইনে অনুসন্ধান করেন শুধু তাদের জন্য নিচে ট্রেন গুলার তালিকা দেওয়া হল 

যে সকল ট্রেন প্রতিদিন ঢাকা চট্টগ্রাম যাতায়াত করে সেই সকল ট্রেনগুলো হল।

১/সুবর্ণা এক্সপ্রেস”(৭০২) সময় ১৬.৪৭ ঢাকাছেড়ে যাই ২১.৫০ চট্টগ্রামে পৌঁছায়। এটি সপ্তাহে সোমবার ছুটি থাকে ।

২/ মহানগর প্রভাতী (৭০৪) সময় ৭.৪৫ ঢাকা ছেড়ে যাই ১৪.০০ চট্টগ্রামে পৌঁছায় এটি সপ্তায় সাত দিনই চলে 

৩/ মহানগর এক্সপ্রেস। (৭২২) সময়২১.২০ ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যায়। ০৪.৫০ চট্টগ্রামে পৌঁছায় । এটির সাপ্তাহিক ছুটি রবিবার।

১/তৃণা এক্সপ্রেস (৭৪২) সময় ২৪.৩০ ছেড়ে যাই ০৬.২০ মেয়ে পৌঁছায়। এটি সপ্তাহে সাত দিনই চলে ।

৪/সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) সময় ০৭.০০ টাকা ছেড়ে যায় ১২.১৫ চিটাগাং পৌছাই। এটি সাপ্তাহিক বুধবার বন্ধ থাকে।

জেনে রাখা ভালো ঢাকা থেকে চিটাগাং যেতে আপনাকে কত টাকা ট্রেনে ভাড়া প্রদান করতে হবে।

শোভন টিকিটের মূল্য ২৮৫ টাক

শোভন চেয়ার টিকিটের মূল্য ৩৪৫ টাকা।

প্রথম আসন টিকিটের মূল্য ৪৬০ টাকা 

প্রথম বার্থ টিকিটের মূল্য ৬৫০ টাকা।

স্নিগ্ধা টিকিটের মূল্য ৬৫৬ টাকা।

এসি টিকিটের মূল্য ৭৮৮ টাকা।

এসি বাত টিকিটের মূল্য ১১৭৯ টাকা।

এগুলো ছাড়াও কিছু মেইল ট্রেন টাকা টু চট্টগ্রাম যাতায়াত করে সেগুলো হল।

১/চট্টগ্রাম মেইল (২) ছাড়ার সময় ২২.৩০ চট্টগ্রাম পৌঁসাই ০৭.২৫ মিনিট 

২/কর্ণফুলী এক্সপ্রেস (৪) ছাড়ার সময় 

০৮.৩০ চট্টগ্রাম পৌঁছায়। 

৩/চট্টলা এক্সপ্রেস (৬৬) ছাড়ার সময় ১৩.০০ চট্টগ্রামে পৌঁছাই ২০.৫০ মিনিট 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *