Car Dorkar

ঢাকা থেকে যারা কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে যেতে আগ্রহী  যারা শুধু তাদের জন্য, লঞ্চ ভ্রমণটা অনেক আনন্দের বিষয় তবে যদি হয় জীবনের প্রথম লঞ্চ ভ্রমণের জন্য বেশ কিছু  বিষয় গুরুত্বপূর্ণ  হয়ে থাকে অনেকে আছেন যারা অনেকবার লঞ্চ  ভ্রমণ করেছেন তারা লঞ্চ সম্পর্কে জানেন কিন্তু অনেকে আছেন যারা জীবনে প্রথম লঞ্চ ভ্রমণ করছেন তারা এই সম্পর্কে অনেক কিছুই জানেন না শুধুমাত্র তাদের জন্য।  লঞ্চের ভাড়া লঞ্চের সময় জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেড়াতে কিংবা প্রয়োজনে যেখানেই যায় না কেন সময়টা আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে । সো আগে থেকে সবকিছু জানা থাকলে আপনার মূল্যবান সময় এবং দুরচিন্তা দুটোই বেঁচে যাবে ।

তাছাড়া লঞ্চ ভ্রমনে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে সুন্দর ও শান্তিপূর্ণ ভ্রমণ মনোরম দৃশ্য সাগরের মাঝ পথ দিয়ে চলা। লঞ্চে চলা ফেরা খরচটাও একটু কম থাকে সড়ক এর তুলনায় শান্তিও বেশি থাকে।

প্রথমে আসা যাক ঢাকা টু কুয়াকাটা দিনে কয়টি লঞ্চ যাতায়াত করে । সেই সম্পর্কে আমরা যা বিস্তারিত তথ্য আছে তা প্রদান করছি 

দিনে অসংখা লঞ্চ যাত্রী নিয়ে চলাচল করেক ঢাকা টু কুয়াকাটা । ঢাকা সদরঘাটের পশ্চিম দিক থেকে প্রত্যেকদিন তিনটা করে লঞ্চ ঢাকা থেকে বরিশাল টু কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। সবকটি লঞ্চ প্রায় রাত ৮ থেকে ৯  ভিতরে ঢাকা ছেড়ে যায়।

তাদের মধ্য বিশেষ কয়েকটা লঞ্চ হল ।

এমভি প্রিন্স আওলাদ/ ৭

এম ভি এ আর খান  /১ ঢাকা থেকে সন্ধ্যা ৬.৩০ ছেড়ে যায়

এমভি সুন্দরবন/৯ 

এমভি কুয়াকাটা/১ ঢাকা থেকে সন্ধ্যা ৭.৩০ ছেড়ে যাই। 

এমভি কুয়াকাটা/২।  ঢাকা থেকে রাত ৯ টা ৩০ মিনিটে।

এমভি সুন্দরবন/১১ 

এমভি জামাল/৫

 এমভি কাজল /৭ 

এম ভি সাত্তার খান /১

এবার আসুন আমরা লঞ্চের ভাড়া   সম্পর্কে জানি 

ঢাকা থেকে কুয়াকাটাই যেতে হলে আপনাকে কত টাকা লঞ্চে ভাড়া প্রদান করতে হবে সেটা জেনে রাখুন। অনেকে আছে যারা সঠিক ভাড়াটা জানেন না। কিছু কিছু কেবিন আছে যেগুলোতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়।

বেশি সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিটি কেবিনের ভাড়া তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের ভিতরে।

ভিয়াইপি ফ্যামিলি ক্যাবিন ৫০০০ থেকে ৮০০০ টাকা

ফ্যামিলি রুমের (৬ জন) কেবিন 

৪.০০০ থেকে ৪৫০০  পর্যন্ত । নরমাল ডাবল কেবিনের ভাড়া ১.২০০ থেকে ১.৬০০ টাকা পর্যন্ত। নরমাল ফ্যামিলি কেবিন ২৫০০ টাকা  নরমাল সিঙ্গেল কেবিনের ভাড়া ৮০০ টাকা থেকে ১.০০০ পর্যন্ত। 

বেকের ভাড়া ২০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। এবং জেনে রাখা ভালো ১২ বছরের নিচের কোন বাচ্চাকে আপনাকে ভাড়া প্রদান করতে হবে না।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *