ঢাকা থেকে কিভাবে খুলনা যাবেন তার বিস্তারিত
প্রতিদিন ব্যবসায়ীর ক্ষেত্রে ও ভ্রমণ এর জন্য হাজারো মানুষ ঢাকা থেকে খুলনা যাতায়াত করে ঢাকা থেকে খুলনার দূরের দূরত্ব ২১৯ কিলোমিটার
আপনি যদি বাসে করে যেতে চান তাহলে আপনার সময় লাগবে ৪+ ঘন্টা আর আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে। আপনার সময় এবং খরচ দুটাই কম লাগবে। ঢাকা টু খুলনা রোডে অনেক বাস চলাচল করে থাকে ছাড়াও দুইটি ট্রেন ঢাকা থেকে যমুনা সেতু ঘুরে খুলনা যাতায়াত করে তবে খুব দ্রুত পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু হলে ঢাকা থেকে খুব অল্পতেই খুলনার ট্রেন যোগাযোগ সম্ভব হবে। আর আপনি যদি ব্যাক্তিগত গাড়ী কিংবা রেন্ট এ কার থেকে গাড়ী ভাড়া নিয়ে খুলনা যেতে চান আপনি পদ্মা সেতুর সুন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন।
বাসে কিভাবে ঢাকা থেকে খুলনাতে যাবেন
সাধারণত বাস ভাড়া ৬০০ থেকে ১৪০০ পর্যন্ত হয়ে থাকে। যে সকল বাসে আপনারা ঢাকা থেকে খুলনায় যেতে চান সেই সকল বাসের সন্ধান আপনাদেরকে দেয়া হবে সকল ধরনের এসি নন এসি সব ধরনের বাস। আপনাদেরকে বলব যে স্থান থেকে রওনা দিলে আপনারা সঠিকভাবে খুলনাতে পৌঁছাতে পারবেন
এবং নিরাপদে সাধারণত ঢাকা থেকে খুলনায় যেতে দিনে অনেকগুলো বাস পরিবহন চলাচল করে
তাদের ভিতর থেকে জনপ্রিয় কয়েকটি বাসের নাম এখানে দেয়া হলো
- সোহাগ পরিবহন
- হানিফ এন্টারপ্রাইজ
- টুংগীপাড়া এক্সপ্রেস
- সাদিয়া কোর্স সার্ভিস
- হানিফ এন্টারপ্রাইজের
উপরে দেয়া বাসগুলো ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে একটু পর পর ছেড়ে যায় আপনি গাবতলী, শ্যামলী, যাত্রাবাড়ী, মালিবাগ, আবদুল্লাহ, নবীনগর থেকে খুব সহজে বাস পেয়ে যাবেন। তবে তবে রাত ১টার পর আপনি খুব কম সংখ্য বাস পাবেন।
এই পরিবহন গুলোর সাধারণত নন এসিতে ভাড়া আপনার ৬০০ থেকে ৬৯০ টাকা পর্যন্ত।
আর আপনি যদি এসি বাসে যেতে চান তাহলে আপনাকে ১৪০০ থেকে ৩৫০০ টাকা ভাড়া দেয়া লাগবে। সমস্যা না থাকলে আপনি ৪ ঘন্টা ৩০ মিনিটের ভিতরে খুলনাতে পৌঁছাতে পারবেন। ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রীদের জনপ্রিয় মাধ্যম বাস।
ট্রেনে কিভাবে ঢাকা থেকে খুলনাতে যাবেন
ঢাকা থেকে খুলনা দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে একটি সুন্দরবন এক্সপ্রেস অপরটি চিত্রা এক্সপ্রেস
এই ট্রেন দুইটা মূলত ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে যমুনা সেতুর উপর দিয়ে ঈশ্বরদী রেল স্টেশন হয়ে খুলনায় পৌঁছায় এই ট্রেন রুট সম্পর্কে আপনি জেনে নিতে পারেন বিস্তারিত
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬)
ঢাকা টু খুলনা গামি আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস একটি বিলাসবহুল ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দিনের বেলা ঢাকা থেকে খুলনার উধেশে ছেড়ে যায আপনি যদি দিনের বেলায় ট্রেন ভ্রমন করতে চান তাহলে এটা আপনার জন্য একটি সুন্দরতম ট্রেন হতে পারে সুন্দরবন এক্সপ্রেস এটি ২০০৩ সালে শুভ উদ্বোধন করা হয়। এটি সপ্তাহে ছয় দিন নিয়মিত চলাচল করে ট্রেনটি সকাল আটটায় কমলাপুর রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাই।
ঢাকা থেকে খুলনার সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সম়সূচী
ট্রেনটি বিকাল ৫ঃ০০ টা থেকে ৫ টা ৩০ মিনিটের ভেতর খুলনা স্টেশনে পৌঁছাই সুন্দরবন এক্সপ্রেস সপ্তায় একদিন বন্ধ থাকে সেটি হলো বুধবার।
চিত্রা এক্সপ্রেস
ঢাকা টু খুলনা জন্য আরোও একটি বিলাসবহুল ট্রেন হল চিত্রা এক্সপ্রেস এটি প্রতিদিন সন্ধ্যায় সাতটায় কমলাপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করে খুলনায় পৌছাই রাত তিনটার সময়। 12 টি বগির এবং ৮৮১ টি আসন সংখ্যা আছে
চিত্রা এক্সপ্রেসে ঢাকা থেকে খুলনার সম়য়সূচী
ট্রেনটি বিকাল ৫ঃ০০ টা থেকে ৫ টা ৩০ মিনিটের ভেতর খুলনা স্টেশনে পৌঁছাই সুন্দরবন এক্সপ্রেস সপ্তায় একদিন বন্ধ থাকে সেটি হলো বুধবার।
আপনি যদি চাই চান তাহলে কেবিন ও পাবেন এসি এবং নন এসি সবকিছুই পাবেন আপনার যেটাতে ইচ্ছে সেটাতেই আপনি পৌছাতে পারবেন আপনার গন্তব্য স্থলে
ঢাকা থেকে যশোর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সম়সূচী
ঢাকা থেকে কলকাতার যাতায়াত সহজ করতে মাননীয় প্রথান মন্ত্রী শেখ হাসিনার উপহার বেনাপোল এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেব যাত্রি দের কাছে বোনাস ট্রেনটি সরাসরি খুলনা না গেলেও ঢাকা যশোরে এ এসে ২০/২৫ মিনিট এর বিরতি দিয়ে বেনপোল এর উর্দেশএ যাত্রা করে তাই আর তাই আপনি চাইলে ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যশোরে গিয়া ট্রেন পরিবর্তন করে খুব সহজে খুলনা যেতে পারেন।
ঢাকা টু খুলনার ট্রেনের টিকিটের ভাড়া
ট্রেন এ এই রুটে ভাতা
আসন বিভাগ টিকিটের মূল্য
প্রথম আসন। ৬৩০ টাকা
প্রথম বার্থ। ৯৩০ টাকা
শোভন। ৩৯০ টাকা।
শোভন চেয়ার ৪৬৫ টাকা
স্নিগ্ধ। ৮৯১ টাকা
এসি। ১০৭০ টাকা
এসি বাথ। ১৫৯৯ টাকা
এই ছিল ঢাকায় টু খুলনা যাবার ট্রেনের টিকিট এবং ভাড়া।
রেন্ট এ কারে ঢাকা থেকে খুলনার ও ভাড়া
আপনি যদি চান ব্যাক্তিগত বা ব্যাবসায়িক কিংবা ভ্রমনের উদেশে ঢাকা থেকে খুলনা যেতে প্রাইভেট কার, মিনিবাস কিংবা হায়েস ভাড়া নিয়ে যেতে পারেন। ঢাকার যেকোন জায়গা থেকে আপনি একটা ফোন কল এর মার্ধমে রেন্ট এ কার এ গাড়ী ভাড়া করে নিতে পারেন। এটি আপনার আপনার গাড়ী নির্বাচন এর উপর ভাড়া নির্ভর করে সাধারনত ঢাকা থেকে খুলনা রেন্ট এ কার ভাড়া ১১-১২ হাজার টাকা থেকে শুরু হয়।
বিমানে ঢাকা থেকে খুলনার ভ্রমন ও ভাড়া
ঢাকা থেকে খুলনার সরাসরি কোনো ফ্লাইট নাই। আপনি চাইলে ঢাকা থেকে প্রতি ৩০ মিনিট পর পর ঢাকা টু যশোরে ফ্লাইট ব্যাবহার করতে পারেন। আপনি চাইলে মাত্র ৪০ মিনিট ঢাকা থেকে jossore এসে খুব অল্প সময়ের মধ্যে যশোরে থেকে খুলনা যেতে পারেন ঢাকা টু যশোরের ফ্লাইটে আপনার গুনতে হবে ৩৫০০ থেকে ৮০০০ টাকা মতো আর যশোরে থেকে খুলনার যাওয়ার জন্য যশোরে এয়ারপট এ পেয়ে যাবে রেন্ট এ কার সার্ভিস।